নয়াদিল্লি, ২ জুন(হি.স) : বৃহস্পতিবার দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এদিন কেজরিওয়ালের বাসভবনে এসে গায়ক-রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা হত্যার পর রাজ্য সরকার বিরোধীদের আক্রমণের বিষয়ে আলোচনা করেন বলে জানা গিয়েছে। আম আদমি পার্টি সূত্রে জানা গেছে, এটি একটি “স্বাভাবিক” বৈঠক ছিল।
মুসওয়ালাকে ২৯ মে পঞ্জাবের মানসা জেলায় অজ্ঞাতকারী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। মান ইতিমধ্যে ঘটনার তদন্তে হাইকোর্টের বর্তমান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন।
শুভদীপ সিং সিধু, সিধু মুসেওয়ালা নামে পরিচিত, গত ২৮ মে তাঁর নিরাপত্তা কমিয়েছিল পঞ্জাব সরকার। রাজ্য সরকারকে বরখাস্ত করার দাবিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে এই ঘটনার পর বিরোধী দলগুলির ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।

