Hardik Patel Join BJP: বিজেপিতে যোগ দেওয়ার আগে পূজার্চনা, হার্দিক জানালেন মোদীজির সৈনিক হিসেবে কাজ করব

আহমেদাবাদ, ২ জুন (হি.স.): আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার প্রাক্কালে পূজার্চনা করলেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতার হার্দিক প্যাটেল। বৃহস্পতিবার সকালে আহমেদাবাদে নিজ বাসভবনে পূজার্চনা করেছেন হার্দিক প্যাটেল। এদিনই বিজেপিতে যোগ দেবেন তিনি। বিজেপিতে যোগ দেওয়ার প্রাক্কালে টুইট করে হার্দিক জানিয়েছেন, মোদীজির ক্ষুদ্র সৈনিক হিসেবে তিনি কাজ করবেন।

এদিন সকালে টুইট করে হার্দিক প্যাটেল জানিয়েছেন, “জাতীয় স্বার্থ, দেশের স্বার্থে, জনস্বার্থে ও সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছি। ভারতের সফল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে দেশের সেবার মহৎ কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।” প্রসঙ্গত, কিছু দিন আগেই কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছিলেন হার্দিক প্যাটেল।