ব্রাসিলিয়া, ২ জুন (হি. স.) : রুশ-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে বন্ধ করার জন্য রুশ প্রেসিডেন্ট পুতিনকে আর্জি জানিয়েছেন ফুটবলের জাদুকর পেলে । বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচ শুরু হওয়ার আগে পেলে পুতিনকে এই আর্জি জানিয়েছেন।
ফুটবলের জাদুকর বলেছেন,’ বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচ দেখার জন্য আমায় আমন্ত্রণ করা হয়েছে। এই আমন্ত্রণ আমার কাছে অত্যন্ত সম্মানের। এই আমন্ত্রণ আমায় সুযোগ করে দিয়েছে রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে আমার নিজের দৃষ্টিভঙ্গী ও মতামত বন্ধ করার। রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, দয়া করে এই আগ্রাসন বন্ধ করুন। এই আগ্রাসন কোনও যুক্তিতেই ন্যায় বা ন্যায্য বলে প্রমাণ করা যাবে না। এই আগ্রাসন কার্যত একটি উর্বর মস্তিষ্ক প্রসূত, যা থেকে শুধুমাত্র যন্ত্রণা, ভয়-ভীতি এবং ক্ষোভ তৈরি করে।’ তিনি আরও বলেন, ইতিহাস বলছে যুদ্ধ থেকে কোনও দেশই লাভবান হয়নি। উল্টে ক্ষতি হয়েছে। নিরীহ মানুষ বেঘোরে মৃত্যুর কোলে ঢলে পড়েছে।