নয়াদিল্লি, ২ জুন (হি.স.) : নতুন তিন বিচারপতি পেল দিল্লি হাইকোর্ট। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন নতুন তিনজন বিচারপতি। এই তিনজন বিচারপতি হলেন-বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরভ, বিচারপতি অনীশ দয়াল এবং বিচারপতি অমিত শর্মা। নতুন তিনজন বিচারপতি শপথ নেওয়ার পর দিল্লি হাইকোর্টে মোট বিচারকের সংখ্যা বেড়ে হল ৪৭।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘী নতুন তিনজন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। প্রধান বিচারপতির কোর্টে হাইকোর্টের অন্যান্য বিচারপতি, আইনজীবী এবং সদ্য শপথ নেওয়া বিচারপতিদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়। নতুন তিনজন বিচারপতি শপথ নেওয়ার পর দিল্লি হাইকোর্টে বিচারকের সংখ্যা ৪৭ জনে পৌঁছেছে, যার মধ্যে ১২ জন মহিলা বিচারপতি রয়েছেন। প্রসঙ্গত, বুধবারই মধ্যপ্রদেশ হাইকোর্ট থেকে বিচারপতি কৌরভকে দিল্লি হাইকোর্টে বদলির বিজ্ঞপ্তি দিয়েছিল কেন্দ্র। গত মাসে তাঁর বদলির সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট।