Covid Infection: দৈনিক-সংক্ৰমণ বেড়ে ৩,৭১২; ভারতে ফের বাড়ল কোভিড রোগীর সংখ্যা, একদিনে মৃত ৫

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা একধাক্কায় অনেকটাই বাড়ল ভারতে, তবে মৃত্যুর সংখ্যা রয়েছে পুরোপুরি নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭১২ জন, এই সময়ে মৃত্যু হয়েছে মাত্র ৫ জনের। ভারতে দৈনিক সংক্রমণের হার এই মুহূর্তে ০.৮৪ শতাংশ।

বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ১৯,৫০৯-এ পৌঁছেছে, শেষ ২৪ ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ১১২৩ জন। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৫ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের টিকা পেয়েছেন ১২ লক্ষ ৪৪ হাজার ২৯৮ জন প্রাপক, ফলে ভারতে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ১,৯৩,৭০,৫১,১০৪ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৫,২৪,৬৪১ জন (১.২২ শতাংশ)। বুধবার সারা দিনে ভারতে সুস্থ হয়েছেন ২,৫৮৪ জন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,২৬,২০,৩৯৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *