নয়াদিল্লি, ২ জুন(হি.স) : কংগ্রেসের অন্তর্বতী সভাপতি সোনিয়া গান্ধী করোনা আক্রান্ত হওয়ার খবরের পর এবার জানা গেল কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পরীক্ষা করার পর রিপোর্টও এসেছে করোনা পজিটিভ। এর পাশাপাশি বৈঠকে আসা কয়েকজন নেতাও সংক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে। তাঁর সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও করোনায় আক্রান্ত হয়েছেন।
প্রবীণ কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়েছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী গত এক সপ্তাহ ধরে নেতা-কর্মীদের সঙ্গে দেখা করছেন, যাদের মধ্যে কয়েকজনকে করোনা আক্রান্ত পাওয়া গেছে। গত সন্ধ্যায় কংগ্রেস সভাপতি হালকা জ্বর এবং কোভিডের লক্ষণ দেখেছিলেন। তদন্তে তাকে কোভিড পজিটিভ পাওয়া গেছে। তিনি আরও বলেন, কংগ্রেস সভাপতি ডাক্তারের পরামর্শ অনুসারে নিজেকে নিভৃতাবাসে রেখেছেন। তিনি বলেন, ইতিমধ্যেই তিনি ৮ জুন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হবেন।
এদিকে সোনিয়ার তদন্ত রিপোর্টে করোনা আক্রান্ত হওয়ার পর কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও লখনউতে তার অনুষ্ঠান বাতিল করেছেন এবং তিনিও দিল্লিতে রয়েছেন।