প্যারিস, ২ জুন(হি.স) : টেনিস জীবনে প্রথমবার ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হল রোহন বোপান্নার। লাল মাটির সুরকিতে বোপান্নাই ছিলেন ভারতের একমাত্র প্রতিনিধি। গ্র্যান্ড স্লাম জিতবেন বোপান্না, এই আশা ছিল দেশের মানুষের কাছে। কিন্তু বৃহস্পতিবার বিকেলে স্বপ্ন ভেঙে গেল। মার্সেলো এবং জে রজার জুটির কাছে হেরে এবারের মতো ফরাসি ওপেন শেষ হয়ে গেল বোপান্নার। ম্যাচের ফল ৬-৪, ৩-৬, ৭(১০)-৬(৮)।
ডাচ সঙ্গী ম্যাটওয়ে মিডলকুপের সঙ্গে চলতি বছরে জুটি বেঁধেছেন বোপান্না। সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে প্রথম সেট জিতে নেন বোপান্না-মিডলকুপ জুটি। ৬-৪ স্কোরে প্রথম সেটে জয় পেয়ে আশা জাগিয়েছিলেন তাঁরা। কিন্তু তারপরেই ম্যাচে ফিরে আসে তাঁদের প্রতিপক্ষ জুটি।
দ্বিতীয় সেট ৩-৬ ফলে হেরে যান বোপান্না-মিডলকুপ জুটি। তবে সমানে সমানে লড়াই চালিয়ে গিয়েছেন তাঁরা। নির্ণায়ক তৃতীয় সেটেও ভারত-ডাচ জুটি লড়াই করেন। টাইব্রেকারে যায় তৃতীয় সেট। শেষ পর্যন্ত টাইব্রেকারে হার মানেন বোপান্নারা।