আগরতলা, ২ জুন (হি. স.) : রেলের নীচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাত সকালে রাজধানী আগরতলায় সুভাষনগর এলাকায় রেল লাইনে দ্বিখণ্ডিত দেহ দেখতে পেয়ে স্থানীয় মানুষ পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ জানিয়েছে, মনীন্দ্র দাস(৩০)-র মৃতদেহ আজ রেল লাইনে উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এলাকাবাসীর দাবি, ওই ব্যক্তি প্রায়শই মদমত্ত অবস্থায় থাকতেন। মদ্যপান নিয়ে বাড়িতে অশান্তি প্রতিনিয়ত লেগেই থাকত। তাই, হয়তো রেল লাইনে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন।মৃতের স্ত্রীর দাবি, তাঁর স্বামী বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়ে চিকিত্সা করেছেন। অসুস্থতা থেকে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। মানসিক অবসাদ থেকেই হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। হিন্দুস্থান সমাচার\সন্দীপ