Road Accident: কাছাড়ের সোনাইয়ে সড়ক দুৰ্ঘটনা, মৃত্যু স্কুটি আরোহীর

সোনাই (অসম), ১ জুন (হি.স.) : কাছাড় জেলার সোনাই বিধানসভা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জনৈক স্কুটি আরোহীর করুণ মৃত্যু হয়েছে৷ নিহত ব্যক্তিকে সোনাই বিধানসভা এলাকার কাবুগঞ্জের পাকইপাড়ের বাসিন্দা জনৈক ব্রজকিশোর মুখার্জি বলে শনাক্ত করা হয়েছে৷

আজ বুধবার সোনাই থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনাটি মঙ্গলবার রাতে সংঘটিত হয়েছে৷ শিলচর-আইজল (মিজোরাম) জাতীয় সড়কের সৈয়দপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ট্ৰাক৷ এক সময় নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ব্রজকিশোর৷ কিন্তু দুর্ভাগ্যবশত আচমকা দণ্ডায়মান ট্রাকের সঙ্গে প্রচণ্ড সংঘর্ষ হয় অভিশপ্ত স্কুটিটির৷ ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ ঘটিয়ে মৃত্যুবরণ করেন স্কুটি আরোহী ব্রজকিশোর মুখার্জি৷

সূত্রটি জানিয়েছে, ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশের দল গিয়ে নিহত ব্রজকিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে৷