Rape : মহিলাকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ভাড়াটিয়া যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩১ মে৷৷ বিশালগড় থানাধীন পূর্ব গকুলনগরের কুখ্যাত  সমাজবিরোধী জয়ন্ত দাস পুলিশের জালে৷ জয়ন্ত এবং তার মা মিনু দাস গকুলনগরে এক ভাড়া বাড়িতে বসবাস করেন৷ রবিবার সন্ধ্যা রাতে একাকিত্বের সুযোগে ভাড়া বাড়ির মালিকের স্ত্রী’’র সম্ভ্রম হরণের চেষ্টা করে জয়ন্ত৷ তখন বাড়িতে কেউ ছিলেন না৷ মহিলার ঘরে ঢুকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে সে৷ জোর করে মহিলার পড়নের কাপড় ছিড়ে দেয়৷ মহিলার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে যান৷ ইজ্জত রক্ষা হয় মহিলার৷ স্থানীয়রা জয়ন্তকে গণধোলাই দিয়ে বিশালগড় মহিলা থানার পুলিশের হাতে তুলে দেন৷ রাতেই জয়ন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জয়ন্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা গ্রহণ করেছে বিশালগড় মহিলা থানা৷ মামলা নম্বর  ০৬/ ২০২২৷  আইপিসি’র ৪৫৭,৩৭৬,৫১১,৩৫৪,৩০৭,৫০৬,৩২৩,৩৪ ধারায় মামলা নিয়েছে পুলিশ৷ সোমবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়৷ আদালত অভিযুক্ত জয়ন্তকে ১৪ দিনের জন্য জেল হেপাজতে রাখার আদেশ দেন৷ জানা যায় মিনু দাস এবং তার গুনধর পুত্র জয়ন্ত দাসের যন্ত্রণায় অতিষ্ঠ সংশ্লিষ্ট এলাকার মানুষ৷ মিনু দাস কৃষি দপ্তরে চাকুরি করেন৷ অসুস্থতার ভান করে অফিস ফাঁকি দেন অহরহ৷ সাধারণ মানুষ, সাংবাদিক এমনকি পুলিশকেও মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেছে এই মিনু দাস৷ ব্লেকমেইল করে টাকা কামানো মা পুত্রের দীর্ঘদিনের ধান্দা৷ রবিবার পুত্র জয়ন্তকে গ্রেপ্তার করতে গেলে মিনু দাস পুলিশ এবং কর্তব্যরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন৷ দেখে নেওয়ার হুমকি দেন৷ সাংবাদিকদের পক্ষ থেকে মিনু দাসের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে৷ মিনুকে গ্রেপ্তারের দাবি উঠেছে৷ মা মিনুর আস্কারতেই পুত্র জয়ন্তের বাড়বাড়ন্ত বলে জানা গিয়েছে৷