ডিফু (অসম), ১ জুন (হি.স.) : আগামী ১০ জুলাই থেকে লামডিং-বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে, জানালেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। কারবি আংলং স্বশাসিত পরিষদের নির্বাচনী প্রচারে আজ বুধবার কারবি পাহাড়ে বেশ কয়েকটি স্থানে ঝড়ো অভিযান চালান মুখ্যমন্ত্রী।
কয়েকটি জনসভায় প্রদত্ত ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, ডিমা হাসাও জেলায় প্রাকৃতিক দুর্যোগের ফলে লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে পাহাড় লাইন সচল করে তুলতে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। আগামী ১০ জুলাই পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে ওঠার পূর্ণ সম্ভাবনা রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন ইতিমধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাঁকে নাকি এ কথা অবগত করেছেন। আর এই লক্ষ্যেই উত্তরপূর্ব সীমান্ত রেল পাহাড়ে ট্রেন চলাচল সচল করে তুলতে দিনরাত কাজ করে চলেছে।
উল্লেখ্য, ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টির দরুন লামডিং-বদরপুর হিল সেকশনের প্রায় ৬০টি জায়গায় ৮৫ কিলোমিটার রেলপথ ভূমিঙ্খলন ও বন্যার তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জেরে পাহাড় লাইনে গত ১৪ মে থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ায় বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মণিপুর ও মিজোরামের সঙ্গে রেলপথে দেশের অন্যান্য অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।