ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। উদ্বোধনী ম্যাচে কসমোপলিটন ক্লাব খেলবে চুং কাউ থাংগা দলের বিরুদ্ধে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্লাব লিগ ক্রিকেটের সুপার লিগে। বাইখোড়া স্কুল মাঠে আগামীকাল, বৃহস্পতিবার হবে ম্যাচটি। গ্রুপ লিগের শীর্ষে থাকা ৪ দল সুপারে লিগে খেলার যোগ্যতা অর্জন করে: কসমোপলিটন ক্লাব, ব্রু সংরোংমা মথৌ, রেক্স ক্লাব এবং চুং কাউ থাংগা। ৯ জুন হবে সুপার ফোরের শেষ ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব অমরেশ মজুমদার ক্রীড়া সূচী ঘোষনা করেন। ক্রীড়া সূচী – ২ জুন: কসমোপলিটন ক্লাব- চুং কাউ থাংগা, ৩ জুন: ব্রু সংরোংমা মথৌ- রেক্স ক্লাব, ৫ জুন: কসমোপলিটন- রেক্স ক্লাব, ৬ জুন: ব্রু সংরোংমা মথৌ- চুং কাউ থাংগা, ৮ জুন:রেক্স ক্লাব - চুং কাউ থাংগা, ৯ জুন : কসমোপলিটন ক্লাব- ব্রু সংরোংমা মথৌ।
2022-06-01