আগরতলা, ৩১ মে : ১৯৮৭ সাল থেকে প্রত্যেক বছর ৩১ মে দিনটি বিশ্ব তামাক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। সারা বিশ্বের সাথে রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এদিন রাজধানীর বেসরকারি হাসপাতালের উদ্যোগে সকালে এক প্রভাত ফেরীর আয়োজন করা হয়েছিল। যার মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। রেলিটি রাজধানী আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করেছে। রেলিতে ওই বেসরকারি হাসপাতালের কর্মী সহ প্যারামেডিকেল সাইন্স এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন।
তামাক জাতীয় দ্রব্য সেবন করলে শরীরে নানান ব্যধী হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় তামাক জাতীয় দ্রব্যের সেবন অনেকাংশে বেশি। তাই তামাক বর্জন করার আহ্বান নিয়ে রেলীর আয়োজন করা হয়েছে বলে জানান হাসপাতালের কর্মকর্তা।