Shyam Sundar Co. Jewellers: সৌভাগ্যবান বিজয়ীদের শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ‘শুভ অক্ষয় তৃতীয়া’ মেগা ড্র পুরস্কার বিতরণ

আগরতলা, ৩০ মে : আজ আগরতলা  প্রেস ক্লাবে সৌভাগ্যবান বিজয়ীদের শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিবেদিত ‘শুভ অক্ষয় তৃতীয়া’ মেগা ড্র পুরস্কার  দেওয়া হয়েছে I

অতিমারীর জন্য দুবছর পরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ‘শুভ অক্ষয় তৃতীয়া’ অনুষ্ঠান হল।  আর ঠিক দুবছর ধরে এই বার্ষিক অনুষ্ঠান ঘিরে ক্রেতাদের  যে আবেগ ছিল তা তাদের অংশগ্রহণে প্রতিফলিত হয় । অক্ষয় তৃতীয়ায় শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের প্রতিটি শোরুম উৎসবে পরিণত হয়েছিল ৷

পবিত্র এই উৎসবে  শ্যাম সুন্দর জুয়েলার্সের সব শোরুমে  ছিল সোনা ও হিরের নতুন নতুন সম্ভার ও ক্রেতাদের জন্য আকর্ষণীয় সব উপহার। ক্রেতাদের জন্য ছিল ডেইলি লাকি ড্রয়, ও মেগা লাকি ড্রয়ের মাধ্যমে ৩টে বাজাজ পালসার  বাইক জেতার সুযোগ।

আজ এক বিশেষ  উপস্থাপনার মাধ্যমে পদ্মশ্রী দীপা কর্মকার এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর অধিকর্তা অর্পিতা সাহা ও রূপক সাহা তিন সৌভাগ্যবান বিজেতাদের হাতে  বাজাজ পালসার বাইক তুলে দেন।

দীপা কর্মকার বলেন, ‘ আমি এখানে আসতে পেরে ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে পেরে খুব খুশি হয়েছি।  বিজয়ীদের শুভেচ্ছা জানাই ও তাদের উজ্জ্বল ভবিষৎ কামনা করি।’ তিনি আরো জানান, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য শ্যাম সুন্দর কোং জুয়েলার্স কে ধন্যবাদ জানাই।  এই সংস্থা এই ভাবে ভালো কাজের ধারা বজায় রাখুক।’

মেগা লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার পেলেন  কারোলিন জামাতিয়া, শুক্লা দেবনাথ ও টিঙ্কু পাল।  পুরস্কার পেয়ে তিন জন খুব উচ্ছ্বসিত। তাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের উচ্ছ্বাস ফুটে উঠে ৷

‘আমাদের অনুষ্ঠানে অভাবনীয় ভাবে সাড়া  দেওয়ার জন্য আমরা  ক্রেতা বন্ধুদের কাছে  কৃতজ্ঞ। কারণ তাঁদের উৎসাহ আমাদের আলাদা কিছু করতে উৎসাহ যোগায়। অর্থ ও সম্পদের গুরুত্ব বুঝে আরো পথ যেতে পারি যাতে আমরা ক্রেতা বন্ধুদের জন্য আরো সুযোগ দিতে পারি’ বলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর  ডিরেক্টর অর্পিতা সাহা।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘অন্যান্য বছরের মতো এবছরও শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ” শুভ অক্ষয় তৃতীয়া”  সফল হয়েছে। ক্রেতা বন্ধুদের প্রত্যাশা মতো তাঁদের উন্নত গুণমানের গয়না সামগ্রী, পরিষেবা ও তাদের খরচ করা অর্থের মূল্য দিতে পেরেছি। সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা”।