J P Nadda: পরিষেবা, সুশাসন, দরিদ্র কল্যাণ মোদী সরকারের আত্মা: জেপি নড্ডা

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : পরিষেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণ মোদী সরকারের আত্মা বলে অভিহিত করলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সভাপতি জেপি নড্ডা।সোমবার কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে বিজেপি সদর দফতরে আয়োজিত একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশ ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ও উদযাপন করছে এবং আজ দেশ মোদী সরকারের আট বছর উদযাপন করছে, সেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণ। পরিষেবা, সুশাসন এবং দরিদ্র কল্যাণ, এটাই হচ্ছে মোদী সরকারের কাজের পদ্ধতি এবং মোদী সরকারের আত্মা।

আট বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাজের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর কাজে নতুনত্ব সবসময়ই দেখা যায়। এই উদ্ভাবনের অধীনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নমো অ্যাপ’-এর অধীনে মাইক্রোসাইটে একটি মডিউল স্থাপন করেছেন। এই মাইক্রোসাইট টু টুথ ইন্ডিয়ার মাধ্যমে সরকার ৮ বছরের মেয়াদে কী কী কাজ করেছে তার তথ্য জানতে ওয়েবসাইটে করা হয়েছে।তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় রাজনীতির সংস্কৃতি বদলে দিয়েছেন। সরকারের কাজের ধরনও আজ বদলে গেছে। ২০১৪ থেকে এখন পর্যন্ত আমরা অনেক দূর এগিয়েছি। আজ আমরা দেশে একটি দায়িত্বশীল সরকার পেয়েছি।

নড্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সহ অনেক মন্ত্রীরা এদিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *