নয়াদিল্লি, ৩০ মে (হি.স.) : স্বচ্ছ ভারত মিশন, জনধন অথবা উজ্জ্বলা যোজনার মতো উদ্যোগের মাধ্যমে দরিদ্রদের সেবা করার জন্য নিবেদিত ছিল কেন্দ্রীয় সরকারের ৮ বছরের শাসনকাল। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্র আমাদের দেশকে অভূতপূর্ব গতিতে এগিয়ে যেতে সাহায্য করছে। তিনি বলেছেন, “সরকার যখন ৮ বছর পূর্ণ করছে, দেশ তখন আত্মনির্ভরতার চেতনায় এগিয়ে যাচ্ছে।” সোমবার ভিভিড কনফারেন্সিংয়ের মাধ্যমে পিএম কেয়ারস কর্মসূচিতে শিশুদের সুবিধা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। কোভিড-১৯ অতিমারীর সময় যে সমস্ত শিশুরা বাবা-মাকে হারিয়েছেন সেই সমস্ত শিশুদের উপকৃত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়ার পাশাপাশি পাসবুক ও আয়ুষ্মান ভারতের অধীনে স্বাস্থ্য কার্ড তুলে দিয়েছেন শিশুদের হাতে। অনাথ শিশুদের সঙ্গে কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আমি প্রধানমন্ত্রী হিসেবে নয়, আপনাদের পরিবারের সদস্য হিসেবে শিশুদের সঙ্গে কথা বলছি। আমি আজ শিশুদের মাঝে থাকতে পেরে খুব স্বস্তি অনুভব করছি। পিএম কেয়ারস ফর চিলড্রেন এই সত্যের প্রতিফলন যে প্রতিটি দেশবাসী অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে আপনাদের পাশে রয়েছে।” শিশুদের প্রধানমন্ত্রী বলেছেন, “কোনও প্রচেষ্টা অথবা সমর্থন আপনাদের পিতা-মাতার স্নেহের জায়গা নিতে পারবে না। তাদের অনুপস্থিতিতে ‘ধরিত্রী মা’ আপনার সঙ্গে আছে। ভারত পিএম কেয়ারসের মাধ্যমে তা পূরণ করছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তি, প্রতিষ্ঠান অথবা সরকারের একটি নিছক প্রচেষ্টা নয়।”
প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “শিশুদেরও ‘পিএম কেয়ারস ফর চিলড্রেন’-এর মাধ্যমে আয়ুষ্মান স্বাস্থ্য কার্ড দেওয়া হচ্ছে, এর ফলে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসার সুবিধাও পাওয়া যাবে।” মোদীর কথায়, “পিএম কেয়ারস ফান্ড মহামারীর সমস্যা হাসপাতাল প্রস্তুত, ভেন্টিলেটর ক্রয় এবং অক্সিজেন প্ল্যান্ট স্থাপনে অনেক সাহায্য করেছিল। এর ফলে অনেক প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। যারা আমাদের ছেড়ে অসময়ে চলে গিয়েছেন, আজ এই তহবিল তাঁদের সন্তানদের জন্য, আপনাদের সকলের ভবিষ্যতের জন্য ব্যবহার করা হচ্ছে।”