উপনির্বাচন : বামেদের প্রার্থী তালিকা ঘোষণা আজ

আগরতলা, ৩০ মে : উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুত বামফ্রন্ট। চারটি কেন্দ্রেই প্রার্থী আজ ঘোষণা দেওয়া হবে। তাতে, বামেদের প্রার্থী তালিকায় নতুন চেহেরা ৮ নম্বর টাউন বড়দোয়ালি এবং ৫৭ নম্বর যুবরাজনগরে দেখা যাবে।

সূত্রের খবর, ৬ নম্বর আগরতলা কেন্দ্রে কৃষ্ণা মজুমদার এবং ৪৭ নম্বর সুরমা কেন্দ্রে অঞ্জন দাসের উপরই বামেরা পুণরায় আস্থা রেখেছেন। ২০১৮ বিধানসভা নির্বাচনে ওই দুইটি কেন্দ্রে বামেদের ভরাডুবি হয়েছিল। এক্ষেত্রে ৬ নম্বর আগরতলা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত প্রার্থী সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কারণ, তাঁর বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে থাকছেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মণ এবং শাসক দল বিজেপি প্রার্থী।

সূত্রের আরও দাবি, সুরমা কেন্দ্রে বিজেপি বিধায়কের দলত্যাগে সিপিএম মাইলেজ নেওয়ার চেষ্টা করবে। তাই, ধলাই জেলায় লড়াকু নেতা হিসেবে পরিচিত পুরনো মুখ অঞ্জন দাসের উপর দল ভরসা করতে চাইছে। ওই কেন্দ্রে তিনি প্রার্থী হচ্ছেন। তবে, ৮ নম্বর টাউন বড়দোয়ালি কেন্দ্রে উপনির্বাচনে বামফ্রন্ট প্রার্থী বদল করছে। ওই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বরাবরই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারও তার ব্যতিক্রম হবে না। কিন্ত, ২০১৮ বিধানসভা নির্বাচনে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ সাহা এবছর বামেদের প্রার্থী হচ্ছেন না। তাঁর বদলে রঘুনাথ সরকার ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে প্রবল দাবিদার বলে চর্চা শুরু হয়েছে।

সূত্রের কথায়, বামফ্রন্ট যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রে একদম নতুন মুখ প্রতিদ্বন্দ্বিতায় নামাচ্ছে। ওই কেন্দ্রে রমেন্দ্র চন্দ্র দেবনাথ বেশ কয়েকবার জয়ী হয়েছেন। তাঁর প্রয়ানে উপনির্বাচন হচ্ছে। তাঁর ভাই সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগ না দিলে বামফ্রন্ট তাঁকেই প্রার্থী হিসেবে মনোনীত করত বলে দাবি সূত্রের। তাই, এখন একদম মুখ বামেদের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্রের বক্তব্য, দিল্লি ফেরত ওই যুবকের উপর বামেদের অসীম আস্থা এবং যুবরাজনগর কেন্দ্র সিপিএমের দখলেই থাকবে মনেপ্রাণে বিশ্বাস তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *