নয়াদিল্লি, ৩০মে (হি.স.) : করোনায় বাবা-মাকে হারানো শিশুদের যত্ন নেওয়ার জন্য পিএম কেয়ার ফর চিলড্রেন চালু করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার তিনি টুইট করে বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আবারও দেশবাসীর প্রতি তাঁর সংবেদনশীলতা পরিচয় দেখিয়েছেন। করোনায় বাবা-মাকে হারিয়েছে এমন শিশুদের যত্ন নিতে এবং নিরাপদ ভবিষ্যতের জন্য পিএম কেয়ার ফর চিলড্রেন চালু করে তাঁর সংবেদনশীলতার পরিচয় দেখিয়েছেন। গোটা দেশের শিশুদের পাশে দাঁড়িয়েছেন তিনি, এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।”
আজ ৩০ মে মোদী সরকারের আট বছর পূর্ণ হওয়ার উপলক্ষ্যে পিএম কেয়ার ফান্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে কোভিডের কারণে অনাথ শিশুদের চেক দিয়েছেন এবং তাদের জন্য বৃত্তি ঘোষণা করেছেন। এই উপলক্ষে বিজেপি আজ থেকে সারা দেশে সেবা, সুশাসন, গরীব কল্যাণ শুরু করেছে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।