ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। বিবেক সংঘ সেমিফাইনালে পৌঁছুলো। বিদায় অরুণাচল সংঘের। সিনিয়র ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে বিবেক সংঘ ৬ উইকেটের ব্যবধানে জয় ছিনিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র লীগ ক্রিকেট টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ অরুণাচল সংঘ ও বিবেক সংঘ পরস্পরের মুখোমুখি হয়েছিল। জামজুড়ি মাঠে সকালে ম্যাচ শুরুতে বিবেক সংঘ প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। অরুণাচল সংঘকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ৩২.১ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে অরুণাচল সংঘ ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজেশ দাস সর্বাধিক ৩৪ রান পায়। বিবেক সংঘের আরমান হোসেন ২৭ রানে চারটি এবং ফারুক হোসেন ১১ রানে তিনটি উইকেট পেয়েছেন। এছাড়া, অপূর্ব দেব পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে বিবেক সংঘ ১৫.২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে আকাশ আহমেদ ১৪ রান সংগ্রহের পর দ্রুত আরও দুটি উইকেট পতনে বিবেক সংঘ কিছুটা সমস্যায় পড়েছিল। অতঃপর রিয়াজ উদ্দিন-এর ২২ রান এবং শাহরিয়া আলমের অপরাজিত ৩৭ রান দলকে জয় এনে দেয়। রিতায়ন দে অপরাজিত ছিল ৯ রানে। অরুণাচল সংঘের বোলার সমর দেবনাথ ও অনুপ ভৌমিক দুটি করে উইকেট পেয়েছে। বিবেক সংঘ ৬ উইকেটের ব্যবধানে জয়ী হয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
2022-05-29