লংতরাই ভ্যালিতে সিনিয়র ক্রিকেট বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বুলেট ক্লাব জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ মে।। বুলেট ক্লাব জয় পেয়েছে। লংতরাই ভ্যালিতে সিনিয়র লিগ ক্রিকেট টুর্ণামেন্টে। হারিয়েছে টিম স্টার মেকারকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ পুরোপুরি ৫০ ওভারের হয়নি। তবে ভিজেডি মেথডে বুলেট ক্লাব ৫ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে। খেলা ছিল টিম স্টার মেকার বনাম বুলেট ক্লাবের মধ্যে। ছৈল্যাংটায় ঘাগড়াছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে টিম স্টার মেকার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। বৃষ্টি জনিত প্রতিকূল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওভার সংখ্যা কমিয়ে ৩০ করা হয়েছিল। স্টার মেকার ২৬.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে উজ্জ্বল ধরের অপরাজিত ২৮ রান উল্লেখযোগ্য। বুলেট ক্লাবের বোলার কৃতি কিষান চাকমা ১৪ রানে এবং আমন সিংহ ৩৩ রানে ৪ট করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে বুলেট ক্লাব ৩০ ওভারে ১০৯ রানের টার্গেটে খেলতে নামে। ১৩.৫ ওভার খেলে ৫ উইকেট হারিয়েই বুলেট ক্লাব জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ওপেনার চিরঞ্জিত দাস ২০  বলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি মেরে ৩১ রান পায়। এছাড়া ওপেনের বিশ্বজিৎ দাসের ২৫ রানও উল্লেখযোগ্য। টিম স্টার মেকারের পিংকু দত্ত ৪০ রানে তিনটি এবং উজ্জ্বল ধর ১২ রানে ২ উইকেট পেয়েছে। শেষ পর্যন্ত ভিজেডি মেথডে বুলেট ক্লাব ৫ উইকেটের ব্যবধানে জয়ী হয়েছে।