Protest: জল সঙ্কট চলছেই নাসিকের তিরাদশেট গ্রামে; বিক্ষোভ মহিলাদের, আশ্বাস প্রশাসনের

নাসিক, ২৮ মে (হি.স.): পানীয় জলের সঙ্কট চলছেই, জল আনতে মহিলাদের যেতে হয় বাড়ি থেকে অনেক দূরে। দীর্ঘ দিন ধরেই জল সঙ্কটে ভুগছেন মহারাষ্ট্রের নাসিকের তিরাদশেট গ্রামের বাসিন্দারা। গরমের সময় জল সঙ্কট আরও বেড়েছে। অগত্যা বাধ্য হয়েই শনিবার বিক্ষোভ প্রদর্শন করলেন তিরাদশেট গ্রামের মহিলারা। মহিলাদের বিক্ষোভের প্রেক্ষিতে অবশেষে টনক নড়ল প্রশাসনের। অতি শীঘ্রই জল সঙ্কট মেটানোর আশ্বাস দেওয়া হয়েছে।

তিরাদশেট গ্রামের বিক্ষোভরত মহিলারা জানিয়েছেন, আমাদের গ্রাম নাসিক শহরের খুব কাছে থাকা সত্ত্বেও, বিগত ৫০ বছর ধরে আমাদের জলের সুবিধা নেই৷ এখানকার মহিলাদের প্রতিদিন জল আনতে অনেকটা দূরে যেতে হয়। আমরা বেশিরভাগই শ্রমিক, কাজে যাওয়ার পরিবর্তে জল আনতে অনেক দূর যেতে হয় আমাদের। নাসিকের জেলাশাসক গঙ্গাথরন ডি জানিয়েছেন, “আমরা জলজীবন মিশনের অধীনে জেলার মধ্যে জল সঙ্কটের সম্মুখীন এমন গ্রামগুলি চিহ্নিত করছি৷ জল সরবরাহ সংক্রান্ত কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। আমরা গ্রামবাসীদের জন্য সাময়িক ব্যবস্থা করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *