কিয়েভ, ২৮ মে (হি.স.): ইউক্রেনের ভূখণ্ডে রুশ আগ্রাসন চলছেই, এবার রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেনের লাইমান শহর। রুশ সেনাবাহিনী শনিবার নিশ্চিত করেছে যে তারা পূর্ব ইউক্রেনের শহর লাইমান দখল করেছে। কিয়েভের নিয়ন্ত্রণে থাকা দু”টি গুরুত্বপূর্ণ শহরের দিকে ক্রমেই অগ্রসর হয়েছে রাশিয়া সেনাবাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক শনিবার জানিয়েছে, ইউক্রেনের লাইমান শহর রুশ বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে গিয়েছে। ইউক্রেন একদিন আগেই জানিয়েছিল, লাইমান শহরের অধিকাংশ অঞ্চল দখল করেছে রাশিয়া। পরবর্তী দিনই রাশিয়া জানিয়ে দিল, তাদের দখলে চলে গিয়েছে লাইমান শহর।