জন্মজয়ন্তীতে সাভারকারকে শ্রদ্ধাঞ্জলি মোদীর, জাতীয়তাবাদের প্রতীক বললেন অমিত শাহ

নয়াদিল্লি, ২৮ মে (হি.স.): জন্মজয়ন্তীতে স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাভারকরকে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, ধরিত্রী মায়ের কর্মঠ বীর সন্তান সাভারকরকে জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

বীর সাভারকরকে জাতীয়তাবাদের প্রতীক আখ্যা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট অমিত শাহ লিখেছেন, “জাতীয়তাবাদের প্রতীক বীর সাভারকরকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। কীভাবে দেশের জন্য বেঁচে থাকা যায়, তার একটি উৎকৃষ্ট উদাহরণ সাভারকরজির জীবন। তাঁর আত্মত্যাগী জীবন আমাদের অনুপ্রেরণা ও শক্তি দিয়ে যাবে।” অমিত শাহ টুইটে আরও লিখেছেন, “স্বাধীনতা আন্দোলনে তাঁর অতুলনীয় অবদান এবং সমাজ থেকে অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর প্রচেষ্টা কখনও ভোলার নয়।”

লন্ডনে থাকাকালীন সাভারকর ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। সাভারকরকে হিন্দুত্ব রাজনৈতিক মতাদর্শের প্রবক্তা বলে গণ্য করা হয়। তিনি নাৎসিবাদকে প্রশংসা করেছিলেন। তিনি হিন্দু জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা ছিলেন। তিনি চেয়েছিলেন সব ধর্ম ও আদর্শের উপরে উঠে সবাই নিজেকে আগে ভারতীয় ভাবুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *