Narendra Modi: ভারতকে নতুন শক্তি, গতি ও দক্ষতা প্রদানের জন্য প্রযুক্তিই গুরুত্বপূর্ণ মাধ্যম : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : একবিংশ শতাব্দীর নতুন ভারতে, দেশকে নতুন শক্তি, গতি এবং দক্ষতা প্রদানের জন্য প্রযুক্তিকেই গুরুত্বপূর্ণ মাধ্যম বানিয়েছি আমরা। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লির প্রগতি ময়দানে ‘ভারত ড্রোন মহোৎসব ২০২২’-এর সূচনা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “শেষ মাইল ডেলিভারি সুনিশ্চিত করতে, স্যাচুরেশনের দৃষ্টিকে এগিয়ে নিতে প্রযুক্তি অনেক সাহায্য করেছে। আমি জানি এই গতিতে এগিয়ে গেলেই আমরা অন্ত্যোদয়ের লক্ষ্য অর্জন করতে পারব।” এদিন প্রধানমন্ত্রী কিষাণ ড্রোন পাইলটদের সঙ্গে মতবিনিময় করবেন, খোলা আকাশে ড্রোন প্রদর্শনের সাক্ষী থাকেন এবং ড্রোন প্রদর্শনী কেন্দ্রে স্টার্টআপগুলির সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন প্রযুক্তি নিয়ে ভারতে যে উৎসাহ দেখা যাচ্ছে তা বিস্ময়কর। এই যে উৎসাহ দেখা যাচ্ছে তা ভারতের ড্রোন সার্ভিস এবং ড্রোন ভিত্তিক শিল্পের প্রতিফলন। এই উৎসাহ ভারতে কর্মসংস্থান সৃষ্টির একটি উদীয়মান বৃহৎ সেক্টরের সম্ভাবনা দেখায়।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “ন্যূনতম সরকার ও সুশাসনের পথ অনুসরণ করে আমরা জীবনযাত্রার সহজতা, ব্যবসা করার সহজতাকে অগ্রাধিকার দিয়েছি। এই উৎসব শুধুমাত্র প্রযুক্তির নয়, নতুন ভারতের নতুন গভর্নেন্স, নতুন পরীক্ষা-নিরীক্ষার প্রতি অভূতপূর্ব ইতিবাচকতার উদযাপনও।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী স্বামিত্ব যোজনার অধীনে দেশের গ্রামের প্রতিটি সম্পত্তির ডিজিটাল ম্যাপিং করা হচ্ছে। মানুষকে ডিজিটাল প্রপার্টি কার্ড দেওয়া হচ্ছে। এর ফলে বৈষম্য দূর হবে। এক্ষেত্রে ড্রোন বড় ভূমিকা পালন করেছে।” কৃষকদের সহায়তায় ড্রোনের উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, “ড্রোন প্রযুক্তি এখন আমাদের কৃষি সেক্টরকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। স্মার্ট প্রযুক্তি নির্ভর ড্রোন এতে দারুণ কাজে আসতে পারে। বিগত ৮ বছরের প্রচেষ্টার দরুণ প্রযুক্তির প্রতি কৃষকদের আস্থা অনেক বেড়েছে।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “পূর্ববর্তী সময়ে প্রযুক্তি এবং সেই সম্পর্কিত আবিষ্কার শুধুমাত্র অভিজাত শ্রেণীর জন্য বিবেচনা করা হত। বর্তমানে আমরা সর্বপ্রথম জনসাধারণের কাছে প্রযুক্তি উপলব্ধ করছি। ড্রোন প্রযুক্তি এর একটি উদাহরণ। আমরা খুব অল্প সময়ের মধ্যে ড্রোনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছি।”