ক্রিকেট ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মে।। কয়েকদিন বিরতির পর পুনরায় শুরু হয়েছিল লংতরাই ভ্যালিতে ক্রিকেট ম্যাচ। লংতরাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র লীগ ক্রিকেট টুর্ণামেন্টে বৃহস্পতিবারের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। খেলা ছিল বুলেট ক্লাব বনাম সালকা বাদলের মধ্যে। ছৈল্যাংটায় গন্ডাছড়া হাই স্কুল গ্রাউন্ডে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বুলেট ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৮ ওভার খেলার পর মুষলধারে বৃষ্টিতে ম্যাচ থেমে যায়। পরবর্তী সময়ে বৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। ইতিমধ্যে বুলেট ক্লাব ৮ উইকেট হারিয়ে ১০২ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে ফারাজ আহমেদের ৪২ রান, রণজিৎ দাসের ১৫ রান এবং কৃতি কৃষাণ চাকমার ১৪ রান উল্লেখযোগ্য। ফারাজ খেলার পরিস্থিতি অনুযায়ী বৃষ্টিতে ওভার কমে যেতে পারে ভেবে মারকুটে ব্যাট চালিয়ে ২৪ বলে একটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪২ রান সংগ্রহ করেছিল। হালকা বাদলের ঋত্বিক ত্রিপুরা ৫ রানে তিনটি, গোপাল আচার্য ২৬ রানে তিনটি এবং রূপান্ত দাস একটি উইকেট পেয়েছিল। কার্যত বৃষ্টি এবং মাঠে জল লেগে থাকার কারণে ম্যাচরেফারি খেলাটি পরিত্যক্ত ঘোষণা করেন। টিসিএ-র নিয়ম অনুযায়ী দু’দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।