ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।। উদয়পুরে আপাতত: ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত রাখা হয়েছে। কারণ একটাই। বৃষ্টির পাশাপাশি মাঠে জল লেগে থাকার কারণে উদয়পুরে চলতি প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট আপাতত তিন দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।
উল্লেখ্য, উদয়পুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত প্রসেনজিৎ স্মৃতি সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট বেশ জমজমাট পর্যায়ে পৌঁছেছিল। বৃষ্টিজনিত বাধা এবং মাঠে জল লেগে থাকার কারণেই আয়োজকদের পক্ষ থেকে তিন দিনের জন্য টুর্নামেন্টের ম্যাচ স্থগিত রাখা হয়েছে। ২৮ মে থেকে টুর্নামেন্টের ম্যাচগুলি পুনরায় শুরু হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য অংশগ্রহণকারী দলগুলিকে উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করে নিতে বলা হয়েছে।