Snatched : উদয়পুরে মহিলা অটোযাত্রীর এক লক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ বুধবার মন্দির নগরী উদয়পুরে এক লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে৷ জানা যায় ব্রহ্মাবাড়ি এলাকা থেকে এক মহিলা ১ লক্ষ টাকা নিয়ে ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে অটোতে ওঠেন৷ ওই অটোতে বহিররাজ্যের কয়েকজন মহিলাও উঠে বলে জানা যায়৷ অটো থেকে নেমে মহিলা লক্ষ্য করেন তার বেগে টাকা নেই৷ সঙ্গে সঙ্গে বিষয়টি ওই মহিলা আর কে পুর থানার পুলিশকে জানান৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মহিলা অভিযোগ করেছেন বহিঃরাজ্যের যে মহিলারা উঠেছল তারাই তার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে৷ পুলিশ বহিঃরাজ্যের মহিলাদের খুঁজে বের করার জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ তবে তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না৷ লক্ষ-টাকা হাতিয়ে নিয়ে তারা গা ঢাকা দিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷

উল্লেখ্য বহিঃরাজ্যের একটি ছিনতাইকারী মহিলা দল বেশ কিছুদিন ধরেই সক্রিয় রয়েছে৷ এধরনের ছিনতাইয়ের ঘটনা ইতিপূর্বেও ঘটেছে৷ তারা যাত্রী সেজে যানবাহনে ওঠে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ৷ যাত্রী সেজে অটোতে উঠে এক মহিলার কাছ থেকে এক লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়তেই মন্দির নগরী এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ যানবাহনে যাতায়াতের ক্ষেত্রেও যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *