TCA : টিসিএ-তে নির্বাচন কমিশনার আম্বুলি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মে।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্য রয়েছে সভাপতির শূন্যপদ পূরণের। এই উদ্দেশ্যে এপেক্স কাউন্সিলের জরুরি বৈঠকে আজ, বুধবার সভাপতি পদ পূরণের জন্য অনুষ্ঠেয় নির্বাচন সম্পন্ন করতে একজন নির্বাচন কমিশনার নিয়োগ করলো টিসিএ-র এপেক্স কমিটি। এই দায়িত্ব সামলাবেন কিশোর আম্বুলি। মিটিং শুরু হবার পূর্বে এপেক্স কমিটির সদস্য প্রয়াত কমল দাশগুপ্তের স্মরণে এক মিনিট নীরবতা ও পালন করা হলো।

এপেক্সের প্রায় প্রত্যেক সদস্যই  উপস্থিত ছিলেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে। বৈঠকে পৌরাহিত্য করেন সহ সভাপতি জয়লাল দাস। বলাবাহুল্য, বৈঠকের বৈধতা-অবৈধতা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বৈকি। সভা কিন্তু হয়েছে। এজেন্ডা অনুযায়ী সদস্যরা সিদ্ধান্তেও উপনীত হয়েছেন। এখন দেখার বিষয় পরবর্তী পদক্ষেপে কি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *