Suicide : আরও এক চাকরিচ্যুত শিক্ষিকার আত্মহতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মে৷৷ মানসিক অবসাদে আত্মহত্যা করল এক চাকরিচ্যুত শিক্ষিকা৷ আত্মঘাতী চাকুরীচ্যুত শিক্ষিকার নাম সুপর্ণা দে৷ বাড়ি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বনকুমারি সাহাপাড়া৷ বুধবার নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ চাকরিচ্যুত ১০৩২৩ শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ জানা যায় বুধবার চাকরিচ্যুত শিক্ষিকার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা৷ ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷

পারিবারিক সূত্রে জানা গেছে তাদের সংসারে কোন ঝামেলা ছিল না৷ আশঙ্কা করা হচ্ছে চাকুরিচ্যুতির পর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ায় ওই শিক্ষিকা আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ চাকরিচ্যুত আরো এক শিক্ষিকার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকা সংশ্লিষ্টদের পরিবার-পরিজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়৷ একের পর এক মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহননের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ চাকরিচ্যুত শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য সরকার চাকরীচ্যুত শিক্ষকদের নিয়োগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার কারণেই একের পর এক শিক্ষক-শিক্ষিকা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ তারা জানতে চান আর কত জনের প্রাণ বেঘোরে ঝড়ে যাওয়ার পর সরকারের কঠিন হৃদয় সদয় হবে৷

উল্লেখ্য চাকরিচ্যুত শিক্ষকদের পরিবার গুলো খুবই অসহায় অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে৷ চাকরিচ্যুত শিক্ষকদের সংগঠনের তরফ থেকে বারবার রাজ্য সরকারের কাছে নিযুক্তির দাবি জানিয়ে তারা ব্যর্থ হয়েছেন৷ এমনকি চাকরির দাবিতে আন্দোলন করতে গেলে তাদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে৷ চাকরিচ্যুত শিক্ষকরা তাদের ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে পারছেন না বলেও অভিযোগ৷ অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়া কিংবা নতুন করে চাকুরীতে নিযুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে রাজ্য সরকারের প্রতি পুনরায় দাবি জানানো হয়েছে৷