নয়াদিল্লি, ২৫ মে (হি. স.) : ত্রিপুরা সহ ছয়টি রাজ্যে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তিনটি লোকসভা আসনে এবং সাতটি বিধানসভা আসনে আগামী ২৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা হবে ২৬ জুন। নির্বাচন কমিশনের সচিব সঞ্জীব কুমার প্রসাদ আজ সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে উপনির্বাচনের দিনক্ষণের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
ত্রিপুরায় চারটি, অন্ধ্র প্রদেশে ১টি, ঝাড়খন্ডে ১টি এবং দিল্লিতে ১টি বিধানসভা আসনে এবং পঞ্জাবে ১টি ও উত্তর প্রদেশে দুইটি লোকসভা আসনে উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।
তাতে, ত্রিপুরায় ৬ আগরতলা, ৮ টাউন বড়দোয়ালি, ৪৬ সুরমা এবং ৫৭ যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে, অন্ধ্র প্রদেশে ১১৫ আত্মাকুর বিধানসভা কেন্দ্র, দিল্লিতে ৩৯ রাজিন্দের নগর বিধানসভা কেন্দ্র, ঝাড়খন্ডে ৬৬ মান্দার বিধানসভা কেন্দ্রে এবং পঞ্জাবে ১২ সাংরুর লোকসভা আসনে ও উত্তর প্রদেশে ৭ রামপুর এবং ৬৯ আজমগড় লোকসভা আসনে উপনির্বাচন হবে।
কমিশনের সচিব জানিয়েছেন, আগামী ৩০ মে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে। মনোনয়ন জমা দেওয়ার অন্তিম তারিখ নির্ধারিত হয়েছে ৬ জুন। ৭ জুন মনোনয়ন পত্র স্ক্রুটিনি করা হবে। ৯ জুন মনোনয়ন পত্র প্রত্যাহারের অন্তিম তারিখ নির্ধারিত হয়েছে। ২৩ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৬ ফলাফল ঘোষণা দেবে নির্বাচন কমিশন। ২৮ জুনের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সমাপ্ত করতে হবে বলে কমিশনের সচিব জানিয়েছেন।উপনির্বাচনে পরিবর্তিত কোবিড-১৯ নির্দেশিকা সকলকে পালন করতে হবে। এদিকে আজ থেকেই নির্বাচনী এলাকায় আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গেছে।

