নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷ খোয়াই নদী থেকে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতের নাম শম্ভু দেববর্মা ( ৭৫)৷ মোহর ছড়া সংলগ্ণ নয়নপুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে বলে জানা যায়৷ স্থানীয় লোকজন মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন৷
খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণপুর হাসপাতাল মর্গে পাঠায়৷ স্থানীয় সূত্রে জানা যায় শম্ভু দেববর্মা নামের ওই ব্যক্তি পারিবারিক অশান্তির জেরে হয়তো আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ পুলিশে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে ওই ব্যক্তির আত্মহত্যা করেছে নাকি এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে৷