আগরতলা, ২৪ মে (হি. স.) : সরকারী জমিতে বেআইনি নির্মাণে জল নিষ্কাশনি ব্যবস্থা বাধাপ্রাপ্ত হওয়ায় আজ উচ্ছেদ অভিযানে নেমেছে আগরতলা পুর নিগম। মঙ্গলবার সকাল থেকে নিগমের সহকারী কমিশনারের উপস্থিতিতে চারটি জোনে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
এ-বিষয়ে নিগমের জনৈক আধিকারিক জানান, সম্প্রতি আগরতলা শহরে বৃষ্টির জল জমে সমস্যা সম্পর্কে সকলেই অবগত রয়েছি। ওই সমস্যার জন্য আগরতলা শহরে বাড়ি তৈরির সামগ্রী রাস্তায় ফেলে রেখে জল নিষ্কাশনি ব্যবস্থায় বাধার সৃষ্টি হয়েছে। বাড়ির মালিকগণ সজ্ঞানে ওই সামগ্রী রাস্তায় দিনের পর দিন ফেলে রাখছেন। তাই, জল নিষ্কাশনি ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী পরিষ্কার করা খুবই জরুরী হয়ে পড়েছে।
ওই আধিকারিকের কথায়, মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা পুর নিগমকে নির্দেশ দিয়েছেন, বেআইনিভাবে রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী সহ অবৈধ নির্মাণ উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। সে মোতাবেক পুর নিগম বাড়ির মালিকদের নোটিশ দিয়েছে। তাতে, অনেকেই ইতিবাচক সাড়া দিয়েছেন। কিন্ত, নোটিশ পাওয়ার পরও এমন অনেক বাড়ির মালিক রয়েছেন তাঁরা রাস্তায় ফেলে রাখা নির্মাণ সামগ্রী সরিয়ে নেননি।
তিনি বলেন, নোটিশ দেওয়া সত্বেও কোন পদক্ষেপ না নেওয়ায় আজ সদর মহকুমা প্রশাসনকে সাথে নিয়ে আগরতলা পুর নিগম জল নিষ্কাশনি ব্যবস্থা যেখানেই বাধাপ্রাপ্ত হচ্ছে সেখানে উচ্ছেদ অভিযান চালিয়েছে। সদর মহকুমার ডিসিএম সুমঙ্গল দে বলেন, সরকারী জমিতে বেআইনি নির্মাণ জল নিষ্কাশনি ব্যবস্থাকে মারাত্মকভাবে প্রভাব ফেলেছে। ভারী বর্ষণে আগরতলা জলমগ্ন থেকেছে দীর্ঘ সময় ধরে। তাই, আজ বাধ্য হয়ে প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।

