কোটা, ২৪ মে (হি.স.): রাজস্থানের কোটায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের, এছাড়াও ৫ জন কমবেশি আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম-বীরেন্দ্র, নারায়ণ, জিতেন্দ্র সিং ও জিতু। কোটা (গ্রামীণ)-র পুলিশ সুপার কাভেন্দ্র সিং সাগর জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে মোট ৫০ জন যাত্রী ছিলেন।
পুলিশ সুপার জানিয়েছেন, গুজরাটের রাজকোট থেকে উত্তর প্রদেশের কানপুরে যাচ্ছিল যাত্রীবোঝাই বাসটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চালক থুতু ফেলার জন্য জানালা দিয়ে মুখ বের করার সময় ঘাড় আটকে যায়, তাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। ওই বাসটি ধাক্কা মারে ট্রাকে। ডেপুটি পুলিশ সুপার, সিমলিয়া, নেত্রপাল সিং জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জনের ও ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।