Death : বিষধর সাপের কামড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ সাপের কামড়ের জীবনদায়ী ওষুধগুলির স্বল্পতা রয়েছে মহাকুমা হাসপাতাল গুলোতে৷ বারবারই এই ওষুধের স্বল্পতার কারণে মৃত্যুর চিত্র উঠে আসে হাসপাতালগুলি থেকে৷ আবারো বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু এক মহিলার৷ মূলত মহকুমা হাসপাতালে সাপের কামড়ের ঔষধ না থাকার কারণেই এই মৃত্যু বলে অভিযোগ মৃতের আত্মীয়-পরিজনদের৷

ঘটনার বিবরণে জানা যায়, রাতে ঘুমের মধ্যে বিছানায় বিষাক্ত সাপ কামড় দেয় এক মহিলাকে৷ মৃত মহিলার নাম সুচিত্রা দেববর্মা৷ ঘটনা তেলিয়ামুড়ার তুই চাকমা পাড়া এলাকায়৷ গুরুতর অসুস্থ মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়া হাসপাতালে৷ সেখান থেকে অবস্থার অবনতি ঘটনায় রবিবার জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ এদিন বিকেলে জিবিতে মৃত্যু হয় সুচিত্রা দেববর্মা নামে ওই মহিলার৷ পরে সোমবার ময়না তদন্ত শেষে মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে৷

পরিবারের সদস্যদের দাবি কোবড়া প্রজাতির সাপ ঘুমের মধ্যে কামড়ায় সুচিত্রা দেববর্মাকে৷ তারা সাপটিকে বিছানা থেকেই উদ্ধার করে৷ তবে বিষাক্ত সাপের কামড়ের জীবন দায়ী ওষুধ মহকুমা হাসপাতালে না থাকার কারনেই ফের একবার মৃত্যু হল রোগীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *