টোকিও, ২৩ মে (হি.স.) : জাপানের রাজধানী টোকিও-তে এনইসি কর্পোরেশনের চেয়ারম্যান নোবুহিরো এন্ডোর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টোকিও-তে এনইসি কর্পোরেশনের চেয়ারম্যান নোবুহিরো এন্ডোর সঙ্গে দেখা করেছেন। ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরে এনইসি-র ভূমিকার প্রশংসার পাশাপাশি ভারতে নতুন এবং উদীয়মান প্রযুক্তির সুযোগ নিয়ে আলোচনা করেছেন তাঁরা।
বিদেশমন্ত্রক আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ভারতের টেলিকমিউনিকেশন সেক্টরে, বিশেষ করে চেন্নাই-আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং কোচি-লাক্ষদ্বীপ দ্বীপপুঞ্জ ওএফসি প্রকল্পগুলি হাতে নেওয়ার ক্ষেত্রে এনইসি-র ভূমিকার প্রশংসা করেছেন। তিনি প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিমের অধীনে বিনিয়োগের সুযোগগুলিও তুলে ধরেন। উভয়ে শিল্পোন্নয়ন, কর এবং শ্রম-সহ ভারতে ব্যবসা সহজ করার জন্য গৃহীত বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা করেছেন।”