বিজেপির বিরুদ্ধে তোপ মেহবুবার, বললেন সমগ্র দেশকে গুজরাট মডেল করার চেষ্টা চলছে

শ্রীনগর, ২৩ মে (হি.স.): ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ফের বিষোদগার করলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। দেশজুড়ে সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে বলে তাঁর অভিযোগ। মেহবুবা মুফতি সোমবার ক্ষোভের সুরে বলেছেন, মুসলমানদের উস্কানি দেওয়া হচ্ছে যাতে তাঁরা কোনও প্রতিক্রিয়া দেন। ব্রিটিশরা হিন্দুদের মুসলমানদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল, এখন বিজেপি তাই করছে।

প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন মেহবুবা মুফতি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নীরবে সমস্ত কিছু দেখছেন, তাঁর দল মনে করছে তাঁরা যা করছেন সবটাই সঠিক। মেহবুবা মুফতি এদিন আরও বলেছেন, সমগ্র দেশকে গুজরাট মডেল, উত্তর প্রদেশ মডেল, অসম মডেল, এমপি (মাধ্যপ্রদেশ) মডেল করার চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রীরা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে মুসলমানদের কে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলতে পারে। তাই মন্দির-মসজিদের ইস্যু উত্থাপন করা হচ্ছে।