টোকিও, ২৩ মে (হি.স.): জাপানের রাজধানী টোকিও-তে ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক উন্মোচিত করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক উন্মোচিত করার পর জো বাইডেন বলেছেন, “বিশ্বের অর্ধেক জনসংখ্যাই ইন্দো-প্যাসিফিক অঞ্চল কভার করে, বিশ্বব্যাপী জিডিপির ৬০ শতাংশেরও বেশি। যাঁরা ভবিষ্যতে এই ফ্রেমওয়ার্কে যোগ দেবেন, তাঁরা একটি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির লক্ষ্যে কাজ করার জন্য সাইনিং আপ করছেন যা আমাদের সমস্ত মানুষের জন্য সরবরাহ করবে।”
ইন্দো-প্যাসিফিক অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক উন্মোচিত করে জো বাইডেন আরও বলেছেন, “ইন্দো-প্যাসিফিকের জন্য দৃষ্টিভঙ্গি উন্মুক্ত ও নিরাপদ এবং সেইসঙ্গে স্থিতিস্থাপক। যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক। আমরা একবিংশ শতাব্দীর অর্থনীতির জন্য নতুন নিয়ম লিখছি।” অর্থনৈতিক বৃদ্ধিই মূল লক্ষ্য বলে এদিন জানান বাইডেন।