টোকিও, ২৩ মে (হি.স.): ‘মোদী মোদী’ স্লোগানে মুখরিত হয়ে উঠল জাপানের রাজধানী টোকিও। উঠল ‘ভারত মাতা কা শের’ স্লোগানও। টোকিও-তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানালেন সে দেশে বসবাসরত প্রবাসী ভারতীয়রা। তাঁদের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছেন জাপানের ভারতীয় সম্প্রদায়। কোয়াড শিখর সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক কর্মসূচি নিয়ে সোমবার সকালে জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কোয়াড শিখর সম্মেলনে অংশ নেবেন মোদী।
তার আগে সোমবার সকালে জাপানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁরাও প্রস্তুত ছিলেন। ‘মোদী মোদী’ স্লোগানে ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। চিরাচরিত পোশাক করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ছোটরা। ছোটদের আশীর্বাদ করে তাঁদের সঙ্গে কথা বলেছেন মোদী। এক মহিলা জানিয়েছেন, “তিনি একজন অত্যন্ত বিনয়ী ব্যক্তিত্ব, আমরা তাঁর সঙ্গে দেখা করতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছি।” প্রধানমন্ত্রী এদিন টুইট করে জানিয়েছেন, “বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী অবদান রেখেছেন জাপানের ভারতীয় সম্প্রদায়। উষ্ণ অভ্যর্থনার জন্য জাপানে বসবাসরত প্রবাসীদের ভারতীয়দের ধন্যবাদ।”