নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার ভোররাতে আচমকাই আবহাওয়া বদলে যায় রাজধানীতে, ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। ঝড়-বৃষ্টির দাপটে দিল্লি-এনসিআর-এর বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছ, রাস্তার ওপর গাছ ভেঙে পড়ায় বিঘ্নিত হয়েছে যানবাহন চলাচল। খারাপ আবহাওয়ার কারণে উড়ান পরিষেবাও ব্যাহত হয়েছে দিল্লি বিমানবন্দরে। ৪০টিরও বেশি বিমান দেরিতে গন্তব্যের উদ্দেশে উড়েছে, দেরিতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছেছে ১৮টি বিমান ও দু’টি বিমান এদিন সকালে বাতিল করা হয়েছে। দিল্লি বিমানবন্দরে আসার পরিবর্তে অনেক বিমান জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।
গত কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত গরমে কাহিল হয়ে পড়েছিল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্য। এমতাবস্থায় সোমবার সকালের ঝোড়ো হাওয়া ও বৃষ্টি একধাক্কায় অনেকটাই স্বস্তি দিয়েছে দিল্লিবাসীকে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ঝড়-বৃষ্টির প্রভাবে তাপমাত্রা অনেকটাই কমেছে দিল্লিতে। সোমবার সকাল ৫.৪০ মিনিট থেকে সাতটার মধ্যে ১১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা, ২৯ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
ঝোড়ো হাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানে এদিন ভেঙে পড়ে গাছ। দিল্লির নিউ মোতিবাগ এলাকায় একটি গাছ গাড়ির উপর ভেঙে পড়ে। ঘটনার সময় গাড়ির ভেতরে থাকা আরোহীরা পরে নিরাপদে গাড়ি থেকে বেরিয়ে আসেন। দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার কাছে মাটি থেকে উপরে পড়ে একটি গাছ, গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়।