আগরতলা, ২৩ মে (হি. স.) : ত্রিপুরায় উপনির্বাচনের দামামা বাজার অপেক্ষা হচ্ছে। এরই মধ্যে দলের সার্বিক অবস্থা নিয়ে সিপিএম রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সিপিএম পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ রাজ্য কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ওই বৈঠক সম্পর্কে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানান, সম্প্রতি দলের ২৩তম পার্টি কংগ্রেস সম্পন্ন হয়েছে। পার্টির ২৩তম পার্টি কংগ্রেসের পর রাজ্য কমিটির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, এদিন রাজ্য কমিটির বৈঠকে পার্টি কংগ্রেসের আলোচিত বিষয় এবং সিদ্ধান্তগুলি নিয়ে বিস্তারিত চর্চা হয়েছে। তাছাড়া, পার্টি কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন এবং রাজনৈতিক কর্মসূচি পালনের লক্ষ্যে বৈঠকে নেতৃবৃন্দ বিস্তারিত আলোকপাত করেছেন।
সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীদিনের রণকৌশল নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়েও এদিনের বৈঠকে আলোকপাত করা হয়েছে।তাঁর দাবি, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দল কিভাবে অগ্রসর হবে তা নিয়ে দলীয় নেতৃবৃন্দ বিস্তারিতভাবে মতবিনিময় করেছেন। সেই সুবাদে আজকের বৈঠকটি খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, শীঘ্রই ত্রিপুরায় ছয়টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ঘোষণা হতে চলেছে। উপ-নির্বাচনে পার্টির রণকৌশল নিয়েও বৈঠকে চর্চা হয়েছে।