নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷ ড: বি আর আম্বেদকর এর দর্শন চারিদিকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভিম আর্মি এক পদযাত্রা আয়োজন করে রবিবার৷ এদিন ভিম আর্মি ভারত একতা মিশন ত্রিপুরা ইউনিটের উদ্যোগে এই পদযাত্রা আয়োজন করা হয়৷ মূলত সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের জন্যই এই সচেতনতা মূলক প্রচার কর্মসূচী বলে জানা যায়৷
সমাজের দলিত অংশের পিছিয়ে পড়া মানুষেরা স্বাধীনতার আগে ও লাঞ্ছিত অবহেলিত ছিল৷ বর্তমানেও অনেকটাই অন্ধকারে নিমজ্জিত সেই সমাজ৷ বাবাসাহেব আম্বেদকর এর বিভিন্ন ধারা এবং চিন্তাভাবনাকে তাদের মধ্যে প্রচার করার লক্ষ্যেই রবিবার রাজধানীর মধুবন কাঠালতলী এলাকা থেকে বিজয় চৌমুহনী হয়ে এই পদযাত্রা মেলাঘর গিয়ে শেষ হয়৷ বাবাসাহেব আম্বেদকর দলিত অংশের মানুষের উপকারে সমাজ পরিবর্তনের যে চিন্তা ধারা নিয়ে কাজ করেছিলেন সেগুলি সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া এবং তাদের মৌলিক অধিকারগুলো রক্ষায় সহায়তা করাই এদিনের পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল৷