Prime Minister : উত্তরপ্রদেশে দুর্ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

লখনউ, ২২ মে (হি.স.) : বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে গাড়ির মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রবিবার এক টুইটে লেখেন, উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের দুর্ঘটনার খবর খুবই বেদনাদায়ক। মৃতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার পিছু দু’লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, শনিবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠান সেরে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল বরযাত্রীর একটি গাড়ি। ট্রাকের সঙ্গে এসইউভি-র ধাক্কায় মৃত্যু হয় ৮ বরযাত্রীর। মর্মান্তিক ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে। পুলিশ জানিয়েছে, জোগিয়া কোতয়ালি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে ১১ জন যাত্রী ছিল। তাদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। তিন জনের অবস্থা গুরুতর। তাদের উদ্ধার করে গোরক্ষপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *