পুনে, ২২ মে (হি.স.) : রবিবার পুনের গণেশ কালা ক্রীড়া মঞ্চে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে সমাবেশকে কেন্দ্র করে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনে এমএনএস সভাপতি সাইনাথ বাবর জানিয়েছেন,
” আজকের সমাবেশে দশ থেকে পনেরো হাজার লোকের উপস্থিতি আশা করছি। রাজ ঠাকরে তার অযোধ্যা সফর সহ অনেক বিষয়ে কথা বলবেন। “
প্রসঙ্গত,রাজ ঠাকরের অযোধ্যা সফর ৫ জুন নির্ধারিত ছিল, যদিও তিনি ওই সফর স্থগিত করেছেন। এক টুইট, এমএনএস প্রধান বলেন, তিনি রবিবার পুনেতে তাঁর সমাবেশে অযোধ্যা সফরের বিষয়ে আরও বিশদ ভাগ করবেন।
গত ১২ এপ্রিল ঠাকরে মহারাষ্ট্র সরকারকে ৩ মে এর মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ করার আল্টিমেটাম দেওয়ার পরে বিতর্ক শুরু হয়েছিল।তিনি সতর্কও করেছিলেন, এমএনএস কর্মীরা লাউডস্পিকারে হনুমান চালিসা বাজবে।