BMS : বিএমএসের সম্মেলন অনুষ্ঠিত সাব্রুমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মে৷৷  রবিবার সাব্রুমের দক্ষিনী টাউন হলে ভারতীয় মজদুর সংঘের সাব্রুম মহকুমা ভিত্তিক দ্বিতীয় ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়৷ সাব্রুম মহকুমা ভিত্তিক সকল আয়ামের দ্বিতীয় ত্রি-বার্ষিক সন্মেলনে উপস্থিত ভারতীয় মজদুর সংঘের নেতৃত্বরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সন্মেলনের শুভ সূচনা করেন৷ সম্মেলন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি শংকর দেব বলেন ভারতীয় মজদুর সংঘ শিক্ষক অশিক্ষক কর্মচারী থেকে শুরু করে অনিয়মিত কর্মচারী ও মজদুর ভাইবোনদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের সাথে প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছেন,সেগুলি সমাধানের লক্ষ্যে৷

আজকের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়ার বিধায়ক অরুন চন্দ্র ভৌমিক৷ এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তপন কুমার দে, সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি মানিক লাল পাল, সম্মেলনের প্রস্তুতি কমিটির আহ্বায়ক কুলদীপ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা৷ আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করেন সুনীল চন্দ্র নাথ মহাশয়৷ সম্মেলনে ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন আয়ামের মধ্যে চা মজদুর সংঘ ও অটোরিক্সা মজদুর সংঘের মহকুমা ভিত্তিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এবং বাকি আয়াম গুলির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য প্রভারী নিযুক্ত করা হয়৷