কলকাতা, ২২ মে (হি.স.) : কনস্টেবলের নিয়োগ পরীক্ষা চলাকালীন সাতজন ভুয়ো পরীক্ষার্থীকে ধরল পুলিশ। রবিবার পরীক্ষা শুরু আগে অ্যাডমিট কার্ড পরীক্ষার সময় কলকাতা লাগোয়া বিধাননগরের লবনহ্রদ বিদ্যাপীঠ ও বিধাননগর বিডি ব্লক স্কুল থেকে তাঁকে গ্রেফতার করেন পুলিশ আধিকারিকরা।
রবিবার ছিল উত্তর ২৪ পরগনা পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী ধরতে ছিল কড়া ব্যবস্থা। অ্যাডমিট কার্ড পরীক্ষা চলাকালীন লবনহ্রদ বিদ্যাপীঠ থেকে দুইজন ও বিডি ব্লক স্কুল থেকে পাঁচজনকে গ্রেফতার করেছেন পুলিশকর্মীরা। অ্যাডমিট কার্ডে লেখা বাবার নাম, ঠিকানা জানতে চাইলে বলতে পারেননি অনেকে। এর পর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় এই সাতজন স্বীকার করে নেয় যে অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল। এভাবে ধৃতদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে দানানো হয়েছে, সম্প্রতি সরকারি চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী পাঠানোর প্রবণতা বেড়েছে। তাই নজরদারিও বাড়ানো হয়েছে। সন্দেহ হলেই তাঁকে কড়া জিজ্ঞাসাবাদ শুরু করেন পুলিশকর্মীরা। আর তাতেই ফাঁস হয়ে যায় সব জারিজুরি।

