২৪-এর নির্বাচনে কংগ্রেসশূন্য হবে অসম, হারাবে জাতীয় দলের স্বীকৃতি, ভবিষ্যদ্বাণী বহিষ্কৃত নেতা নীলমণি সেন ডেকা

গুয়াহাটি, ২১ মে (হি.স.) : ২০২৪-এর নির্বাচনে কংগ্রেসশূন্য হবে অসম। শতবৰ্ষপ্ৰাচীন কংগ্ৰেস হারাবে জাতীয় দলের স্বীকৃতিও। ভবিষ্যদ্বাণী করেছেন দল থেকে সদ্য-বহিষ্কৃত প্রবীণ নেতা, প্রাক্তন মন্ত্রী নীলমণি সেন ডেকা।

দল-বিরোধী কার্যকলাপের অভিযোগে কংগ্রেসের বৰ্তমান কার্যনির্বাহী সদস্য নীলমণি সেন ডেকাকে গত ১৮ মে দল থেকে বহিষ্কার করেছেন প্রদেশ সভাপতি ভূপেন বরা। দল থেকে বহিষ্কারের পর কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক কামান দাগতে শুরু করেছেন। তবে কেবল বহিষ্কারের পরই নয়, দল থাকতেও তিনি বহুবার দলীয় অনুশাসন ভঙ্গ করেছেন বলে অভিযোগ রয়েছে, যার জন্য তাঁকে একেবারে বহিষ্কার করেছেন প্রদেশ সভাপতি।

হিন্দুস্থান সমাচার-এর সঙ্গে একান্ত আলাপচারিতায় কংগ্ৰেসের বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে নানা বিস্ফোরক দাবি করেছেন নীলমণি সেন ডেকা। তিনি আরও বলেন, ‘এই দলের যা পরিস্থিতি, তাতে নিশ্চিত, আগামী ২০২৪ সালের সাধারণ নির্বাচনে সমগ্ৰ দেশে ২০-এর কম আসন পাবে কংগ্ৰেস। ফলে জাতীয় দলের স্বাকৃতিও হারাবে শতবর্ষ-প্রাচীন কংগ্ৰেস।’

দল থেকে বহিষ্কার করার পর তিনি কংগ্ৰেস দল এবং প্রদেশ সভাপতি ভূপেন বরার বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছেন। প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণি সেন ডেকা বলেন, ‘টিভিতে রাহুল গান্ধীকে দেখলে আমি টিভি বন্ধ করে দেই। গোটা দেশের কথা বাদ দিন, অসমে দলের অবস্থা কেমন? ভূপেন বরার যদি ক্ষমতা বা সাহস থাকে তা-হলে এই গুয়াহাটিতে খুব বেশি নয়, পাঁচ হাজার মানুষকে জড়ো করে জনসভা করে দেখান। আমি বুক ঠুকে বলতে পারি, ভূপেন বরার সভায় একশোজন মানুষও আসবেন না।।’

নীলমণি সেন বলেন, ’২১-এর নিৰ্বাচনের পর থেকে অশুভ পরম্পরা সৃষ্টি হয়েছে কংগ্ৰেসে।। জীতেন্দ্ৰ সিংক (অসমে কংগ্রেসের প্রভারী কেন্দ্রীয় নেতা) টাকা না দিলে টিকিট কেউ পাননি। আমার কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন জীতেন্দ্ৰ সিং। টাকা দেইনি, তাই আমাকে টিকিটও দেওয়া হয়নি।। জেলা সভাপতি হতে গলেও কংগ্ৰেস নেতৃত্বকে টাকা দেওয়ার প্রচলন শুরু হয়েছে।’ বিস্ফোরক মন্তব্য প্ৰাক্তন মন্ত্ৰী নীলমণি সেন ডেকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *