দুমকা, ২১ মে (হি.স.): ঝাড়খণ্ডের দুমকা জেলায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারাল এক কিশোরী ও দুই কিশোর। শনিবার সকাল ৫.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দুমকা-রামপুরহাট রেলওয়ে ট্রেকে, শিকারিপাড়া থানার অন্তর্গত সাহারজারি গ্রামের কাছে।শিকারিপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্তা অরবিন্দ কুমার জানিয়েছেন, দুই কিশোরের বাড়ি সাহারজারি গ্রামে এবং কিশোরীর বাড়ি লাখানপুর গ্রামে। তাঁদের বয়স ১৬ বছরের কাছাকাছি। শনিবার সকালে রেললাইনের ধার থেকে ৩ জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই পুলিশ কর্তা জানিয়েছেন, তাঁরা আত্মঘাতী হয়েছে না-কি রেললাইন পারাপার করতে গিয়ে তাঁদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহগুলি।
2022-05-21