প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা সুদীপ

আগরতলা, ২০ মে (হি. স.) : বিপ্লব কুমার দেবের নেতৃত্বে পরিচালিত বিজেপি জোট সরকারের শাসনে ত্রিপুরায় উন্নয়ন হচ্ছে। তবুও বিপ্লব কুমার দেবের পদত্যাগ করতে হয়েছে, তার কারণ জানতে চেয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। কিন্তু এখন পর্যন্ত ত্রিপুরাবাসী ওই প্রশ্নের সদুত্তর পায়নি। তাই আবারও প্রদেশ কংগ্রেস বিজেপির কাছে জানতে চেয়েছে, কী অপরাধে বিপ্লব কুমার দেব পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।  শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাব চেয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। এদিন তিনি কটাক্ষের সুরে বলেন, সংগঠন পরিচালনায় ব্যর্থ ব্যক্তিকে সাংবিধানিক প্রধানের দায়িত্ব দেওয়ার প্রয়োজন বুঝতে পারছি না। তাঁর দাবি, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি।

এদিন সুদীপ বিদ্রুপের সুরে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন শুধুই একজন বিধায়ক। কিন্তু দেখা যাচ্ছে, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পরেও এখনো মুখ্যমন্ত্রীর সুবিধা পেয়ে যাচ্ছেন। তাহলে অন্য বিধায়করা এ ধরনের সুবিধা পাবেন না কেন, প্রশ্ন তুলেন তিনি। তিনি জানতে চেয়েছেন, মুখ্যমন্ত্রীর আবাসন কিসের অধিকারে প্রাক্তনের দখলেরয়েছে এখনো। জনগণের করের টাকা দিয়ে কেন মুখ্যমন্ত্রীর সুবিধা ভোগ করছেন বিধায়ক বিপ্লব কুমার দেব, সুর চড়িয়ে বলেন সুদীপ।এদিন সুদীপ রায় বর্মণ ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে দাবি জানান, অবিলম্বে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমস্ত নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে অন্যান্য বিধায়কদের ন্যায় নিরাপত্তা দেওয়া হোক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *