গুয়াহাটি, ১৯ মে (হি.স.) : বরাক উপত্যকায় বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে বায়ুসেনার কার্গো বিমানে শিলচর গেলেন রাজ্যের নগরোন্নয়ন ও জলসেচ দফতরের মন্ত্রী অশোক সিংঘল। কুম্ভিরগ্রাম বিমানবন্দরে অবতরণ করে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণসামগ্রীগুলি নিয়ে যাওয়া হবে শিলচর। সেখানে তাঁর উপস্থিতিতে বিভিন্ন স্থানে সামগ্রীগুলি পাঠাবে জেলা প্রশাসন।
অসমের ২৭টি জেলা বন্যার জবে ভাসছে। পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ বরাক উপত্যকার তিন জেলা কাছাড়-করিমগঞ্জ-হাইলাকান্দি, ডিমা হাসাও এবং হোজাই জেলা। ডিমা হাসাওয়ের বুক চিরে ধাবিত পাহাড় লাইনের ৫০টি স্থানে ভূমিধস ও পাহাড়ি মাটি-কাদার স্রোতে বিধ্বস্ত রেলওয়ে ট্র্যাক। নিউ হাফলং এবং ডিটকছড়া রেলস্টশনের বিস্তর ক্ষতি করেছে দুর্যোগ। তাই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়েছে পাহাড় লাইন। তাছাড়া মেঘালয়ের বুক চিরে ধাবিত জাতীয় সড়কও বন্ধ। তাই বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা, মিজোরাম এবং মণিপুরের এক অংশে পণ্যবাহী গাড়ি যাতায়াত করতে পারছে না। অসংখ্য মানুষও যাতায়াত করতে পারছেন না ওই দুই পথ দিয়ে।
এমতাবস্থায় বরাক উপত্যকায় খাদ্য সামগ্রী পাঠানোর ব্যবস্থা করেছে রাজ্যের সরকার। এ সম্পর্কে রাজ্যের শীর্ষ আধিকারিক, মন্ত্রীবর্গ, সেনা ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে গতকাল রাতে এক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। বৈঠকের পর রাতেই এক সাংবাদিক সম্মেলনে সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।