রাজগঞ্জ, ১৮ মে (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জের ফাটাপুকুরে হোটেল থেকে এক কর্মচারীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বুধবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
জানা গেছে, মৃতের নাম যোগেন্দ্র রাই (২৫)। বাড়ি দার্জিলিঙের পুলবাজার এলাকায়। ফাটাপুকুরে এক হোটেলে ওই যুবক কাজ করতেন। যোগেন্দ্র কয়েক মাস আগে ওই হোটেলে কাজে যোগ দেন। হোটেল মালিক প্রদীপ সাহা জানান, মঙ্গলবার সকাল থেকে শরীর খারাপ ছিল বলে যোগেন্দ্র ঘরে ঘুমিয়েছিল। এদিন সকালে ঘুম থেকে না ওঠায় অন্য কর্মচারীরা তাঁকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান।
খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। যুবকের মৃত্যুর সঠিক কারন জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।